নিজস্ব প্রতিনিধি:
একই রাতে আগরতলা জি আর পি থানার জোড়া সাফল্য! জি আর পি থানা সুত্রে জানা গেছে যে বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ গ্রেপ্তার করা হয় মধ্য ডুকলির ঝোটন নমঃকে। অন্য এক মামলায় গ্রেপ্তার হয় রানির বাজারের বিমল দেববর্মা। এদিকে জি আর পি থানার পুলিশ আগরতলা রেল ষ্টেশনে তল্লাশি চালানোর সময় এক বাংলাদেশী যুবক ও যুবতিকে আটক করে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয় !
20.02.2025