Type Here to Get Search Results !

সুপ্রিম কোর্টের নির্দেশে আসন পূরণ করতে ফের কাউন্সেলিং শুরু করছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি ।। AKB TV News

নিজস্ব প্রতিনিধি:  

সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশ ছিল দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, তাই এমডি-এমএস আসন যেন খালি না থাকে। অথচ বাস্তব তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে সারা দেশে ডাক্তারির স্নাতকোত্তর স্তরে প্রায় ৩ হাজারের বেশি আসন খালি পড়ে রয়েছে।অবশেষে আসন পূরণ করতে ফের কাউন্সেলিং শুরু করছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি। বর্তমানে খালি স্নাতকোত্তর আসনের সংখ্যা ২,৫৬২টি। তার মধ্যে সবচেয়ে বেশি আসন খালি পড়ে রয়েছে মহারাষ্ট্রে। তারপরই রয়েছে কর্নাটক (২৪২), মধ্যপ্রদেশ (১৫৩), অন্ধ্রপ্রদেশ (১৪৫) ও রাজস্থান (১১১)। সবচেয়ে কম আসন খালি রয়েছে লাদাখ, মিজোরাম ও নাগাল্যান্ডে।বড় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম খালি আসন রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের স্থান এরপরই।



 AKB TV News

20.02.2025 


 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.