আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চুরি যাওয়া দুটি বাইক সহ এক চোরকে আটক করেছে পূর্ব থানার পুলিশ ।। AKB TV News

    আরশি কথা


     



    নিজস্ব প্রতিনিধি: 

    অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। গত ১২ই ফেব্রুয়ারি রাজধানীর এম বি বি ক্লাব এলাকার বাসিন্দা অনির্বাণ দাসের বাড়ি থেকে একটি বাইক চুরি হয়ে গিয়েছিল।ঘটনার পর একটি সুনির্দিষ্ট ধারার ভিত্তিতে একটি মামলা নেওয়া হয়। সেই অনুসারে পূর্ব থানার ওসির নেতৃত্বে একটি টিম গঠন করে তদন্ত শুরু করা হয়।শুক্রবার রাতে বাইক চোর সুমন দাস ও চুরি যাওয়া বাইকটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সুমন বাইকটি বাইপাসের পাশে একটি জঙ্গলে নিয়ে লুকিয়ে রেখেছিল। এরসাথে আরও একটি বাইক উদ্ধার করা হয় সেখান থেকে। তবে এই বাইকটি কোথা থেকে চুরি করা হয়েছিল তা জানা যায়নি। তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।



    AKB TV News

    15.02.2025 


    3/related/default