নিজস্ব প্রতিনিধি:
শনিবার
রাতে নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, নতুন দিল্লি রেল
স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির খবর জানতে পেরে গভীরভাবে মর্মাহত। আমি শোকসন্তপ্ত
পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের এক্স হ্যান্ডলে লেখেন,
“পদপিষ্টের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ক্ষতিগ্রস্তদের পাশে আছে প্রশাসন।” এদিকে, শোকপ্রকাশ
করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। একই ভাবে শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী
বৈষ্ণবও। এদিকে, রেলের তরফে পদপিষ্টের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয় রবিবার। মৃতদের পরিবারকে
১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া, শনিবারের ঘটনায় যারা গুরুতর আহত, তারা পাবেন
আড়াই লক্ষ টাকা। যাদের আঘাত সামান্য, তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে
ঘোষণা করা হয়েছে।
AKB TV News
16.02.2025