Type Here to Get Search Results !

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিলেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।। শপথ নিলেন ৬ জন মন্ত্রী।। শপথ গ্রহণ অনুষ্ঠানে জন জোয়ার।। AKB TV News


 নিজস্ব প্রতিনিধি:  

বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিলেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। রেখার সঙ্গে শপথ নিলেন ৬ জন মন্ত্রী। স্পিকার হিসাবে শপথ নিলেন বিজেন্দ্র গুপ্ত। ২৭ বছর পর দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করেছে।এরফলে নতুন মুখ্যমন্ত্রী পেল রাজধানী দিল্লি।  বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির রেখা গুপ্ত। তাঁকে শপথ বাক্য পাঠ করান দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। রেখার সঙ্গে শপথ নেন ৬ জন মন্ত্রী। স্পিকার হিসাবে শপথ নিলেন বিজেন্দ্র গুপ্ত।এই বিজয়োৎসব উদযাপন করতে দিল্লির শপথ গ্রহণ অনুষ্ঠানকে মেগা-শো হিসাবে তুলে ধরল বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, দলের সর্বভারতীয় পদাধিকারী সকলেই দিল্লির রামলীলা ময়দানে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একাধিক প্রথম সারির শিল্পপতি, সেলিব্রিটি, ফিল্ম স্টারকেও শপথে আমন্ত্রণ জানানো হয়। গিগ কর্মী, ট্যাক্সি ও অটোরিকশা চালক, কৃষক এবং বস্তির প্রধানদের পাশাপাশি মহিলারাও আমন্ত্রিত ছিলেন। এদিন দুপুর সওয়া বারোটা নাগাদ রামলীলা ময়দানে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির একাধিক পদাধিকারী এবং জোট সঙ্গীরা আগে থেকেই উপস্থিত ছিলেন রামলীলা ময়দানে। মঞ্চে জোট শরিকদের সঙ্গে সৌজন্যবার্তা বিনিময়ের পর ফটো সেশনে রীতিমত শক্তি প্রদর্শন করেন রেখা। এদিন রেখার পাশাপাশি শপথ নিলেন মন্ত্রিসভার ছয় সদস্য। মন্ত্রী হিসাবে শপথ নিলেন কেজরিওয়ালকে হারানো জাঠ নেতা প্রবেশ বর্মা। দিল্লির বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায়, প্রাক্তন আপ মন্ত্রী কপিল মিশ্র, অমিত শাহ ঘনিষ্ঠ পঙ্কজ কুমার সিং, রবীন্দ্র ইন্দ্রজ সিং এবং বিজেপির পাঞ্জাবী মুখ মনজিন্দর সিং সিরসা। রোহিণীর তিন বারের বিধায়ক বিজেন্দ্র গুপ্তকে দিল্লি বিধানসভার স্পিকার করা হয়েছে।



AKB TV News

20.02.2025 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.