নিজস্ব প্রতিনিধি:
একই
ঘটনার পুনরাবৃত্তি ঘটল। জঙ্গলে ফুল ঝাড়ু সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর
আহত হল এক যুবক। ঘটনাটি ঘটে বুধবার ধলাই জেলার মানিকপুর থানাধীন খাসমাই পাড়া
এলাকায়।ঘটনার বিবরণে জানা গেছে, খাস মাইল এলাকার বাসিন্দা রত্নদেব রিয়াং এদিন
বিকেলে জঙ্গলে ফুল ঝাড়ু সংগ্রহ করতে গিয়েছিল। হঠাৎ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়
সে। তখন কোন ভাবে জঙ্গল থেকে প্রাণে বেঁচে বাড়িতে ফিরে আসে সে। সাথে সাথে
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে কুলাই
জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
AKB TV News
06.02.2025