নিজস্ব প্রতিনিধি:
বর্তমান সময়ে বৈশ্বিক বাজারে কর্মদক্ষতার চাহিদাকে মাথায় রেখে রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনস্থ দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের অন্তর্গত মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নিরলস ভাবে কাজ করে চলছে রাজ্যে। অত্যন্ত কম বয়স থেকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের প্রায় ৮০,০০০ স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে শুক্রবার থেকে শুরু হল "স্কিল উদয় তংনাই"। এদিন রাজধানীর টি আই টি অডিটোরিয়ামে আয়োজিত কার্যক্রমের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী শান্তনা চাকমা ও দফতরের সচিব কিরন গিত্তে সহ দফতরের আধিকারিকরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বার বার বলছেন যাদের কাছে নলেজ থাকবে,তাদের কাছেই পৃথিবী। কাজেই নলেজও থাকবে, সবই থাকবে যদি আমার স্কিলই না থাকে, তাহলে দেখবে অনেক সময় নলেজ থিউরিটিক্যাল থাকলেও সেটা ইমপ্লিমেন্টেশন করা যায় না বলে তিনি জানান।
AKB TV News
07.02.2025