নিজস্ব প্রতিনিধি:
পূর্ব থানার পুলিশ বেশ কিছু স্বর্ণালংকার সহ এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। সোমবার এই বিষয়ে পূর্ব আগরতলা থানায় জানালেন সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায়। এ ব্যাপারে তিনি এদিন সংবাদ মাধ্যমে জানিয়ে বলেন যে চলতি মাসের ০২, ১৪, এবং ১৬ তারিখ পৃথক পৃথক ভাবে পূর্ব আগরতলা থানায় কিছু অভিযোগ জানানো হয়। আগরতলার তরুন সংঘ এলাকা, ধলেশ্বর এলাকা, এবং কাসারি পট্টী এলাকা থেকে এই অভিযোগ থানায় জানানো হয়। সেই মোতাবেক একটি তদন্তকারী টিম গঠন করে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে পুলিশ বিপ্রজিত সাহা নামে রাজধানির শ্যামলী বাজার এলাকায় বসবাস কারি এই সবগুলি কাণ্ডে জড়িত থাকার প্রমান পায় এবং অভিযুক্ত এই যুবককে আটক করে। তার কাছ থেকে দুটি সোনার চেইন, একজোর স্বর্ণের কানের দোল ,বাইক উদ্ধার করে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই কাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা জানার পাশাপাশি আরও কিছু উদ্ধার করা যায় কি না তাও দেখা হবে বলে জানালেন তিনি।
AKB TV News
17.02.2025