আরশি কথা

আরশি কথা

No results found

    বদলে দেওয়া হল বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম ।। নয়া নামকরণ করা হল জাতীয় স্টেডিয়াম ঢাকা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    পাল্টে গেছে আগের বাংলাদেশ। নতুন বাংলাদেশে বদলের হাওয়া বইছে। আর এই নতুন বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর চিহ্ন মুছতে উদ্যত ইউনূস সরকার। ধানমন্ডির বাড়ি তো আগেই গুঁড়িয়ে দিয়েছে, এবার বদলে দিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও। বঙ্গবন্ধুর নাম মুছে আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম রাখা হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা।এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম ঘোষণা করেন যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে জাতীয় স্টেডিয়াম রাখা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। শুরুতে নাম ছিল ঢাকা স্টেডিয়াম। পরে ১৯৯৮ সালে শেখ হাসিনার দল আওয়ামি লীগ জয়ী হওয়ার পর এই স্টেডিয়ামের নাম বদলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রাখা হয়।বলা যায় বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর, এবার মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধুর নাম মুছে দিল।

     


    AKB TV News

    16.02.2025