নিজস্ব প্রতিনিধি:
মা’কে খুন করেছে বাবা।এমনটাই অভিযোগ মৃতার ছেলে-মেয়ের। তাই শিক্ষিকা মায়ের খুনের জন্য শিক্ষক বাবাকে গ্রেফতারের দাবিতে রবিবার মেলাঘর থানায় ডেপুটেশন প্রদান করে মৃতার দুই ছেলে-মেয়ে সহ বাপের বাড়ির লোকজনেরা। গত বছরের ২০ ডিসেম্বর মেলাঘরের মাস্টার পাড়ার বাসিন্দা শিক্ষক মৃনাল কান্তি বর্মন তার স্ত্রী হৈমন্তী সিংহ বর্মনের শরীরে আগুন লাগিয়ে দেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে। গুরুতর আহত অবস্থায় হৈমন্তী সিংহ বর্মনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মৃতা পেশায় শিক্ষিকা ছিলেন। এই ঘটনার পর হৈমন্তী সিংহ বর্মনের বাবার বাড়ির তরফ থেকে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত মৃনাল কান্তি বর্মনকে গ্রেফতার করতে পারেনি। মৃনাল কান্তি বর্মনের গ্রেফতারের দাবিতে হৈমন্তী সিংহ বর্মনের পরিবারের সদস্যরা মানব অধিকার কমিশনের দ্বারস্থ হন। কিন্তু এরপরও অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ হয় রাজ্য পুলিশ প্রশাসন। ঘটনার প্রায় দুই মাস পর রবিবার হৈমন্তী সিংহ বর্মনের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে এবং তাদের আত্মীয়-স্বজনরা মেলাঘর মাস্টারপাড়া মৃনাল কান্তি বর্মনের বাড়ি থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি মেলাঘর বাজার পরিক্রমা করে মেলাঘর থানার সামনে এসে শেষ হয়। সেখানে তারা মৃনাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এখন অভিযুক্ত মৃনাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছেন তারা। এদিকে, মেলাঘর থানার পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্ত মৃনাল কান্তি বর্মনকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। কিন্তু মৃনাল কান্তি বর্মনের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার অবস্থান শনাক্ত করতে কিছুটা সমস্যা হচ্ছে। অপরদিকে পুলিশের কাছে খবর এসেছে যে তিনি বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করেছেন। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে মেলাঘর থানার পুলিশ।
AKB TV News
16.02.2025