নিজস্ব প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ৷ এই উপলক্ষে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসের অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়৷ একধারে বাংলাদেশের শহীদ দিবস পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলা স্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনারের অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা হয় ৷ এদিন আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য যেসব বীর সন্তান আত্ম বলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মহম্মদ সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার আরিফ মহম্মদ বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হবে। পাশাপাশি, এদিন তিনি সবাইকে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
AKB TV News
21.02.2025