আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রক্তাক্ত অবস্থায় এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার ll বাড়ির উঠান থেকে উদ্ধার করা হয় দেহ l। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ভাড়া বাড়িতে রক্তাক্ত অবস্থায় শ্রমিকের মৃতদেহ উদ্ধার। ঘটনা সামনে আসে রবিবার। জানা যায় বিলোনিয়া নলুয়া অভয়নগর শীল কলোনির জনৈক মিঠুন দেবনাথ এর বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা। নিহত শ্রমিকদের নাম মহিম বসু মাতারি। বাড়ি আসামে। তিনি পেশায় গাছ কাটার শ্রমিক। বয়স আনুমানিক ৩০ বছর। এদিন স্থানীয়রা দেখতে পায় যে জনৈক মিঠুন দেবনাথ বাড়ির উঠোনে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে রয়েছে। এই মৃতদেহের পাশেই ছিল একটি গাছ কাটার মেশিন। স্থানীয়দের অনুমান তাকে খুন করা হয়েছে। এই গাছ কাটার মেশিন দিয়েই তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা এর সাথে জড়িত , কেনই বা এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা , তা এখনো জানা যায় নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।



    Akb tv news 

    23.03.2025


    3/related/default