আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পাঁচ বছরের সন্তান সহ ১৫ দিন ধরে নিখোঁজ এক গৃহবধূ l l AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    জয়শ্রী দেবনাথ নামে এক গৃহবধূ জিরানিয়া ব্লক চৌমুহনী এলাকা থেকে পাঁচ বছরের সন্তান সহ ১৫ দিন ধরে নিখোঁজ! জানা যায় বাড়ি থেকে পোলিও দেবার নাম করে আর ফিরে আসেনি!!অসহায় মা বাবা মেয়ে ও নাতির খুঁজে বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে ঘুরে বেরাচ্ছেন সহায়তার জন্য। জিরানিয়া থানায়ও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোন কোন ধরনের সহযোগিতা না পেয়ে শেষে সংবাদ মাধ্যমের দারস্ত হয়ে এ ব্যাপারে জানান গৃহবধূর বাপের বাড়ির লোকজন। গৃহবধূর মা সংবাদ মাধ্যমে জানান তার শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর বর ঘটনার নয় দিন পর এ ব্যাপারে তাদের জানান। এই ঘটনায় গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ গৃহ ব্ধুকে পনের জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল। পুলিশ কত দ্রুত ঘটনার সুরাহা করে এ দিকেই তাকিয়ে অসহায় পরিবারের সদস্যরা। 


    Akb tv news 

    23.03.2025

    3/related/default