Type Here to Get Search Results !

পৃথিবীতে ফিরলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।। তাঁদেরকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News


 

 নিজস্ব প্রতিনিধি: 

অনেকটা দেরি হলেও অবশেষে স্বস্তির নিশ্বাঃস মিলল। বুধবার ভোরে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লিখলেন, “ওয়েলকাম ব্যাক, ক্রু-৯। পৃথিবী তোমাদের মিস করছিল।”বুধবার ভোর সাড়ে তিনটা নাগাদ ফ্লোরিডায় অবতরণ করে স্পেস এক্সের ড্রাগন স্পেসক্রাফ্ট।দীর্ঘ  ৯ মাস পর পৃথিবীর মাটিতে পা রাখেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এদিন তাদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “সুনীতা উইলিয়ামস ও ক্রু-৯  মহাকাশচারীরা আরও একবার দেখালেন যে অধ্যবসায়ের আসল অর্থ কী। অজানার সম্মুখীন হয়েও যে একাগ্রতা দেখিয়েছেন, তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।” তিনি বলেন, “মহাকাশ গবেষণা হল মানুষের সম্ভাবনার সীমাকে পার করা, স্বপ্ন দেখার সাহস দেখানো এবং  সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করা। সেক্ষেত্রে সুনীতা উইলিয়ামস হলেন একজন আইকন।তিনি   নিজের কেরিয়ারকে উদাহরণ হিসাবে রেখে গিয়েছেন। যারা তাদের নিরাপদভাবে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা তাদের উপর গর্বিত। তারা দেখিয়ে দিয়েছেন যে নির্ভুলতার সঙ্গে প্যাশন এবং প্রযুক্তির সঙ্গে দৃঢ়তা মিলে গেলে কী হয়।”প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ৫ই  জুন নাসার বোয়িং ক্রু ফ্লাইটে চেপে মহাকাশে যান। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটদিনের মিশন হলেও, বোয়িং স্টারলাইনারে হিলিয়াম লিক করে। কন্ট্রোল স্থাস্টারে সমস্যা দেখা দেওয়ায় সুনীতা ও বুচ-কে মহাকাশে রেখেই ফিরে আসে বোয়িংয়ের ওই মহাকাশযান। এরপর কেটে গিয়েছে একে একে করে ৯ মাস। নানা পরিকল্পনা করা হলেও, বার বার পিছিয়ে যাচ্ছিল সুনীতাদের ঘরে ফেরা। শেষে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু-৯ গিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফিরিয়ে আনল সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে। এদের পৃথিবীতে পদার্পণের খবরে  আনন্দিত গোটা বিশ্ব।



AKB TV News

19.03.2025 

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.