নিজস্ব প্রতিনিধি:
বুধবার রাজধানীর অভয়নগর বাজারস্থিত ১১নং
ওয়ার্ড সংলগ্ন স্থানে একটি পুকুর সংস্কারের কাজ পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও স্থানীয় কাউন্সিলর
সহ অন্যান্যরা।পরিদর্শন কালে মেয়র জানান, আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন পুকুর
পরিত্যক্ত ছিল। ব্যবহারের যোগ্য ছিল না। এরফলে পরিবেশ দূষণ হচ্ছিল। আমাদের সরকার আসার
পর ও আমাদের পুর নিগম দায়িত্ব নেওয়ার পর স্মার্ট সিটির অঙ্গ হিসেবে শহরের বিভিন্ন পুকুর
গুলি সংস্কার করে গ্রহন যোগ্য করে তোলে জনগনকে ব্যবহারের জন্য সপে দেওয়া হচ্ছে। একই
ভাবে অভয়নগর বাজারস্থিত পুকুরটিও দীর্ঘ বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এখন এই ওয়ার্ডের
কাউন্সিলরের উদ্যোগে পুকুরের সংস্কার কাজ চলছে বলে মেয়র জানান।
AKB TV News
19.03.2025