আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মায়ানমারে জোড়া ভূমিকম্প অনুভূত ll ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমার ও ব্যাঙ্ককে ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    আচমকা থরথরিয়ে কেঁপে উঠল সবকিছু। ভেঙে পড়ল একের পর এক বাড়ি। মায়ানমারে জোড়া ভূমিকম্প অনুভূত হয় শুক্রবার। সেই ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠে বাংলাও। জানা গিয়েছে, শুক্রবার সকালে মায়ানমারে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। মায়ানমারে ইতিমধ্যেই আফটারশকও অনুভূত হয়। কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ১১টা ৫০ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। এরপর ১২টা ২ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। জোরাল এই ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে। ভেঙে পড়েছে ব্রিজ। মান্দালয়ে একটি মসজিদ ভেঙে পড়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


    Akb tv news 

    28.03.2025

    3/related/default