আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আস্থার অমৃত স্রোত ।। কবিতা ।। রশ্মিতা দত্ত ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    ।। আস্থার অমৃত স্রোত ।।



    স্নিগ্ধ গঙ্গার কূলে বাজে,

    ধ্বনিত মন্ত্র, পুণ্যের সাজে।

    আকাশ জুড়ে ধূপের গন্ধ,

    ভক্তের মনে শ্রদ্ধার দ্বন্ধ।


    চারটি কুম্ভ, যুগে যুগে,

    আসে ফিরে বিশ্বাস রঙ্গে।

    প্রয়াগ, উজ্জয়িনী, নাসিক ধাম,

    হরিদ্বারে বাজে নাম।


    সাধু-সন্তের জপতপে,

    তীর্থভূমি নত হয় কপে।

    কপিল, দত্তাত্রেয়, গুরুজনে,

    গঙ্গা দোলে কলরবে।


    অমৃত স্নান, মুক্তির আশা,

    পুণ্যলাভের চির প্রত্যাশা।

    তিমির রাতে প্রদীপ জ্বলে,

    হৃদয় গাঁথে আলো মেলে।


    এ মহাযাত্রা, আত্মার সাধনা,

    জন্ম-জন্মান্তরের পরিতৃপ্তি গাঁথা।

    ভক্তের চোখে অশ্রুর রেখা,

    মহাকুম্ভ – পবিত্র দেখা


    - রশ্মিতা দত্ত

    নবম শ্রেণি  

    ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


    আরশিকথা সাহিত্য বিভাগ

    ২৮ মার্চ, ২০২৫

     

    3/related/default