আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গোর্খাবস্তিস্থিত নেহেরু কমপ্লেক্সে অত্যাধুনিক ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে G প্লাস 14 বহুতল ll নির্মানস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    রাজ্যের মানচিত্রে আরও একটি গর্বের পালক যোগ হতে চলেছে। রাজ্যের আগরতলার গোর্খাবস্তি স্থিত নেহেরুর কমপ্লেক্সে অত্যাধুনিক ১৩৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে G প্লাস 14 বহুতল। রাজ্য ভূমিকম্প প্রনব সিস্মিক জোন ৫ এ রয়েছে। সে দিকে নজর রেখে অত্যাধুনিক ক্যালিফোর্নিয়ার প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই মাল্টি স্টোরেড বিল্ডিং। ভারত বর্ষের মধ্যে খুব সম্ভব দুই এক জায়গায় এমন বিল্ডিং রয়েছে। এই বিল্ডিং নির্মিত হয়ে গেলে উত্তর পূর্বের মধ্যে ত্রিপুরাই হবে একমাত্র রাজ্য যেখানে এই ধরনের বিল্ডিং থাকবে। এই বহুতল ইমারতে গোর্খাবস্তি স্থিত সব অফিস একই ছাদের তলায় চলে আসবে। এতে থাকবে চারটি লিফট সহ চারশ আসন বিশিষ্ট হলঘর ও অন্যান্য পরিষেবা। এছাড়া একেবারে নিচে থাকবে সমস্ত নিরাপত্তা মূলক ব্যবস্থা। সোমবার আধিকারিকদের সাথে নিয়ে এই নির্মাণ স্থল পরিদর্শন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। 


    Akb tv news 

    31.03.2025

    3/related/default