আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জিবি হাসপাতালে মাত্র ১০ টাকার বিনিময়ে প্রতিদিন মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ll এই পরিষেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জি বি  হাসপাতালে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে সকল রোগীরা চিকিৎসার জন্য আসেন , তাদের সাথে তাদের পরিজনরাও আসে। তাদেরকে মাত্র ১০ টাকার বিনিময়ে প্রতিদিন মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছেন AGMC এন্ড GB রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব। সোমবার এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি রোগীর পরিজনদের মধ্যে নিজের হাতে দুপুরের খাওয়া বিতরণ করেন। মুখ্যমন্ত্রী প্রসঙ্গক্রমে বলেন যে রাজ্যের চলতি বাজেটে জনকল্যাণের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে শেল্টার হাউস তৈরি করার জন্য। যাতে সেখানে বিভিন্ন কাজে দূর দুরান্ত থেকে আসা লোকরা থাকা ও খাওয়া করতে পারে। এদিন তিনি জানান প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় জনকল্যাণে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। 


    Akb tv news 

    31.03.2025

    3/related/default