মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা অসহায় নির্যাতিতা গৃহবধূর।। মেয়েকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসার আর্জি।। AKB TV News

আরশি কথা



 নিজস্ব প্রতিনিধি: 

এই হল সমাজের হাল। পুত্র সন্তান চেয়েছিল, কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামীর হাতে নির্মম অত্যাচারের শিকার হল অর্পিতা আচার্য নামে এক গৃহবধূ।মদ্যপ অবস্থায় স্বামী বিকাশ দেবনাথ এক বছর আগে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। এরপর অর্পিতা তার ছোট্ট মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে আশ্রয় নেয়। তার বাপের বাড়ি মধ্য প্রতাপগড়স্থিত জুয়েল ক্লাব সংলগ্ন এলাকায়।  কিন্তু বাবা গরীব হওয়ায় আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে পারছেন না মেয়ের। অবশেষে বিকল্প কোন পথ না থাকায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসলেন অসহায় গৃহবধূ অর্পিতা আচার্য।এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ।তার স্বামী এমন ভাবে তার গায়ে আগুন লাগিয়েছে যে, সে এখন উঠে দাঁড়াতে পারে না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে কারোর উপর ভরসা করে যেতে হয়। তার শ্বশুড় বাড়ি খোয়াই কল্যানপুর এলাকায়। এখন অর্পিতার আর্তনাদ, মুখ্যমন্ত্রী আমার চিকিৎসা করান, না হলে আমার মায়ে মা হারা হবে। এখন দেখার অর্পিতার আর্তনাদে কি ভাবে সাড়া দেন মুখ্যমন্ত্রী। সেই দিকেই তাকিয়ে আছে অর্পিতার মা-বাবা।



AKB TV News

20.03.2025 


3/related/default