আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একজন যদি রক্তদান করে তাহলেই আমরা একজনকে বাঁচাতে পারি ।। রক্তদান শিবিরে মন্ত্রী সুধাংশু দাস।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধি:

    বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত রক্তদানে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী সুধাংশু দাস ও পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী তার ভাষণে বলেন,  আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের দফতরে যতজন কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে আমরা ভলেন্টারি ব্লাড ক্যাম্প করতে চাই। কারন আমাদের রাজ্যে প্রতিদিন রক্তের দরকার রয়েছে। আমরা সকলেই জানি রক্ত আমরা তৈরি করতে পারি না। আবার উৎপাদনও করতে পারি না। এটা দানের মাধ্যমেই সম্ভব। একজন যদি রক্তদান করে তাহলেই আমরা একজনকে বাঁচাতে পারি বলে তিনি জানান।



    AKB TV News

    20.03.2025 


    3/related/default