Type Here to Get Search Results !

৮ই মার্চ শনিবার রাজ্যে বসবে এবছরের প্রথম জাতীয় লোক আদালত।। AKB TV News


নিজস্ব প্রতিনিধি:

৮ই মার্চ শনিবার রাজ্যে এবছরের প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। এদিন ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। মোট ৪২টি বেঞ্চে ২১,২৪৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে বলে জানা গেছে।জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৪০টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,৫০৯ টি মামলা, বিএসএনএলের বিল পরিশোধ সংক্রান্ত ১,২৪৫টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ১৫,৮১৫ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৬০টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৫২ টি মামলা, ক্রেতা স্বার্থ সংক্রান্ত ১০ টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয় ৮টি মামলা এবং দেওয়ানি সংক্রান্ত ৫টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে। ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ উভয় পক্ষকে নোটিস দেওয়া হয়েছে।



AKB TV News

07.03.2025  


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.