নিজস্ব প্রতিনিধি:
জিআরপি থানার পুলিশ ও আরপিএফ জওয়ানরা আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে ২ জন মহিলা ড্রাগ প্যাডলারকে আটক করেছে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৮ কেজি গাঁজা। তারা হল- ভলি দেবী এবং সুনিতা দেবী। তাদের বাড়ি বিহার রাজ্যে। এদিকে, আগরতলা রেল স্টেশনে শাওন ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে জি আর পি থানার পুলিশ। যোগেন্দ্রনগর স্টেশনে পরিত্যক্ত অবস্থায় থাকা ১০ কেজি গাঁজাও উদ্ধার করা হয়। অপরদিকে, দেওঘর এক্সপ্রেস থেকে উদ্ধার হয় ২০০ বোতল এসকফ। এদের বিরুদ্ধে মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে পুলিশ।গত ২৪ ঘণ্টায় এই সাফল্য পেয়েছে জি আর পি থানার পুলিশ।
AKB TV News
07.03.2025