আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যাত্রী শেড নির্মাণের দু'বছর পরও টাকা পাননি নির্মাণ শ্রমিকরা।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি: 

    বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় যাত্রী শেড নির্মাণের দুই বছর পরও টাকা পাচ্ছেন না নির্মাণ শ্রমিকরা। জানা গেছে, ২০২২-২৩ অর্থবর্ষে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া মনিপুরী পাড়াস্থিত রাস্তার পাশে এলাকার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ২ লক্ষ ৫০ হাজার ৭৫৬ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল একটি যাত্রী শেড।কলকলিয়া এলাকার দুই নির্মাণ শ্রমিক মিঠুন দেবনাথ এবং ক্ষিতিশ দেবনাথ অন্যান্য শ্রমিকদের নিয়ে এই যাত্রী শেডটি নির্মাণ করেন। কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন করার পর দু’বছর অতিক্রান্ত হলেও বকেয়া এক লক্ষ টাকা মিলছে না নির্মাণ শ্রমিকদের। নির্মাণ শ্রমিকরা একাধিকবার জম্পুইজলা মহকুমা শাসক অফিসে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলেন তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে। কিন্তু সংশ্লিষ্ট  আধিকারিকরাও সদুত্তর দিতে পারেননি। যার ফলে নির্মাণ শ্রমিকদের বার বার হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। এক প্রকার নিরুপায় হয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের দারস্থ হন তারা।



    AKB TV News

    21.03.2025 

     

    3/related/default