আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গ্রেফতার হল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না দেওয়া অসুস্থ গৃহবধূ অর্পিতা আচার্য’র স্বামী বিকাশ দেবনাথ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    ঘটনা প্রকাশ্যে আসতে এক বছর সময় লাগলেও পদক্ষেপ নিতে কিন্তু দেরি হয়নি।মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেফতার হল খোয়াই কল্যানপুর থানাধিন দাউছড়া এলাকার বাসিন্দা অভিযুক্ত বিকাশ দেবনাথ। পুত্র সন্তানের জায়গায় কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বিকাশ দেবনাথ মদ্যপান করে এসে তার স্ত্রী অর্পিতা আচার্য’র গায়ে আগুন লাগিয়ে দেয় আজ থেকে প্রায় এক বছর আগে। বর্তমানে অর্পিতার শারীরিক অবস্থা ভয়াবহ আকার ধারন করেছে। তার শরীরের নিচের অংশ এমন ভাবে পুড়ে গেছে যে, সে এখন সোজা হয়ে বসতে পারে না। হাঁটা তো অনেক দুরের কথা। জানা গেছে, রাজধানীর মধ্য প্রতাপগড় এলাকার বাসিন্দা অর্পিতা আচার্যকে বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত বিকাশ দেবনাথ। গত বছর বিকাশ দেবনাথ তার নাবালিকা স্ত্রীর শরীরে আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করে বলে তার বিরুদ্ধে অভিযোগ। এর কারণ তার মেয়ে সন্তান হয়েছে বলে। এব্যাপারে কল্যানপুর থানার ওসি জানান, আগরতলা ওমেন পি এস থেকে একটা জিরো এফ আই আর আমাদের কল্যানপুর থানায় আসে। সেই মোতাবেক আমরা এফ আই আরটি রেজিস্টার করি। তারপর তদন্ত করি। শুক্রবার বিকাশ দেবনাথকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।অভিযুক্ত স্বামী বিকাশ দেবনাথের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে অর্পিতা ও তার পরিবার। এখন দেখার পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে। 


    AKB TV News

    21.03.2025 

    3/related/default