আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমেরিকার নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    এবার আমেরিকার নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি স্বাক্ষর করলেন এক বিশেষ আদেশনামায়। সেই আদেশনামা অনুযায়ী, এবার থেকে আমেরিকায় ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। আর এই নয়া নির্দেশের কথা জানানোর সময় উদাহরণ হিসেবে ভারত ও ব্রাজিলের কথাও তুলে ধরা হয়। কী বলা হয়েছে নয়া আদেশনামায়? সেখানে বলা হয়েছে, এবার থেকে নির্বাচনের দিনই সকলকে ভোট দিতে হবে। বহু মার্কিন প্রদেশের উদাহরণ দিয়ে বলা হয়েছে এই সব প্রদেশে নির্বাচনের পরও ব্যালট গ্রহণ করা হয়। যা এবার থেকে আর করা যাবে না। পাশাপাশি ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। আর এই প্রসঙ্গে দেওয়া হয়েছে ভারত ও ব্রাজিলের উদাহরণ। বলা হয়েছে, ভারত ও ব্রাজিল ভোটার চিহ্নিত করণকে এক বায়োমেট্রিক ডাটাবেসের সঙ্গে সংযুক্ত করছে। যেখানে আমেরিকা মূলত নাগরিকত্বের জন্য স্ব-প্রত্যায়িত ঘোষণার উপরই নির্ভর করে।



    Akb tv news  

    26.03.2025


    3/related/default