আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাত বছরের মেয়েকে নিয়ে পালিয়ে গেল এক গৃহবধূ।। AKB TV News

    আরশি কথা



     নিজস্ব প্রতিনিধি, 

    মেলাঘর থানাধীন গৃহবধূ পালিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়ার প্রক্রিয়া জারি রয়েছে। গত এক সপ্তাহে মেলাঘর থানাধীন তিনটি গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।এবার মেলাঘর থানাধীন মেলাঘর পৌরসভার এক নং ওয়ার্ডের অধীন রাধামাধর মন্দির সংলগ্ন ধুচিখলার বিমল সরকারের স্ত্রী বিউটি দাস সাত বছরের মেয়েকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়।ঘটনা মঙ্গলবার।ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, মেয়েকে তার স্ত্রী প্রতিদিন রামকৃষ্ণ স্কুলে নিয়ে যেত। সেখান থেকেই সম্ভবত পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। যার ফলে স্বামীর ধারণা তার স্ত্রী পালিয়ে গিয়েছে। স্ত্রীর বাড়ি কাকরাবন এলাকায়।সে যাওয়ার সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও দেড়ভরি স্বর্ণ নিয়ে যায়। এখন ওই গৃহবধূর স্বামী তার মেয়ে সহ টাকা ও স্বর্ণালংকার ফিরে পেতে চান। এনিয়ে মেলাঘর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। 



    Akb tv news  

    26.03.2025


    3/related/default