উত্তর প্রদেশের প্রয়াগরাজে ৪৫ দিন ব্যাপী অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার প্রথম
দিনেই প্রায় ২৫০ জন পুণ্যার্থী নিখোঁজ হয়েছিলেন। ধীরে ধীরে সংখ্যাটা
বাড়তে থাকে। ৪৫ দিন পর এই নিখোঁজের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় মোট ৩৫ হাজারে।
মহাকুম্ভের শেষ দিন পর্যন্ত হারিয়ে গিয়েছিলেন প্রায় ৫৪ হাজারের অধিক পুণ্যার্থী।
তবে এআই-এর সহায়তায় পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। উত্তরপ্রদেশ প্রশাসনের
তরফে জানানো হয়েছে, এই বড় মহাকুম্ভে আগত পুণ্যার্থীর সংখ্যা ৬০ কোটিরও বেশি। এত
মানুষের সমাগম হবে এই আশা রেখেই উন্নত প্রযুক্তির সাহায্য নিয়েছিল যোগী প্রশাসন।
প্রসঙ্গত, ২০১৩ সালেও কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ হয়েছেন প্রায় দেড় হাজার পুণ্যার্থী।
সেই কথা মাথায় রেখেই উন্নত প্রযুক্তি কাজে লাগানো হয়েছিল সদ্য সমাপ্ত হওয়া কুম্ভ
মেলায়।
AKB TV News
03.03.2025