নিজস্ব প্রতিনিধি:
এখন থেকে আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুন
মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টে। সোমবার এই মামলার শুনানিতে এমনটাই জানিয়ে
দিল সুপ্রিম কোর্ট। নির্যাতিতার মা- বাবার আবেদনে সাড়া দিয়ে প্রধান বিচারপতির
বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।জানা গেছে, অভয়ার মা-বাবার আবেদন ছিল, সুপ্রিম কোর্টের
শুনানিতে বার বার দিল্লি যাওয়া অসুবিধার। তাই তাঁদের মামলার শুনানি কলকাতা হাই কোর্টে হলে তাতে অংশ নেওয়া
অনেক সহজ হবে। সোমবার আর জি কর মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে
ওঠার সঙ্গে সঙ্গেই এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের আইনজীবী করুণা
নন্দী। তাতে শীর্ষ আদালত জানায়, এবার মামলা শুনতে পারবে হাই কোর্টের বিচারপতি
তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। কলকাতা হাই কোর্ট থেকে উত্তরণের পর সোমবারই সুপ্রিম
কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বর্ষীয়ান জয়মাল্য বাগচী। কাজের প্রথম দিনই আর
জি করের মত হাইপ্রোফাইল মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে যোগ দিয়েছেন তিনি। এদিন
তাঁর উপস্থিতিতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ মামলাটি শোনে। মেয়ের প্রতি হওয়া চরম অন্যায় নিয়ে সিবিআই-এর তদন্তে
সন্তুষ্ট ছিলেন না অভয়ার মা-বাবা। তাই অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত
করানো, মূল অপরাধী সঞ্জয় ছাড়া আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা সহ
একাধিক দাবি করে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের করে
অভয়ার পরিবার। কিন্তু বিচারপতি ঘোষ জানান, এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে
বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া তিনি এই মামলা শুনতে পারবেন না।এরপরই
সুপ্রিম কোর্টের দারস্থ হন নির্যাতিতার মা-বাবা। এর পরিপ্রেক্ষিতেই আদালত এই রায়
দেয়।
AKB TV News
17.03.2025