নিজস্ব প্রতিনিধি:
নিজ ঘরে নিজের জীবন দিল মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ। মৃতার নাম চামিলি
দেববর্মা, বয়স ২৯ বছর। ঘটনাটি ঘটে সোমবার তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকায়।জানা
যায়, এদিন সকালে স্বামীকে দোকান থেকে পান আনতে পাঠায় চামিলি দেববর্মা। প্রসঙ্গত,
গত কিছুদিন আগে চামিলি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে ওঝা ঝাড় পোক
করা হয়। প্রতিদিনই তাকে চোখে চোখে রাখা হয় যাতে কোন অঘটন না ঘটায়। কিন্তু সোমবার
আর তাকে বাঁচানো গেল না। এদিন পান আনতে যাওয়ার আগে অন্য এক মহিলাকে ডেকে এনে সৌমেন
দেববর্মা তার স্ত্রীকে দেখার জন্য দিয়ে গিয়েছিল। কিন্তু চামিলি ওই মহিলাকে বাচ্চাকে
খাওয়ানোর নাম করে অন্য ঘরে পাঠিয়ে দেয়। ঘর খালি হতেই ঘরে নিজের জীবন দিয়ে দেয় ওই
গৃহবধূ। ঘটনার সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চামিলি দেববর্মাকে।
সেখানে ইসিজি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের পর
পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হয়।
AKB TV News
17.03.2025