নিজস্ব প্রতিনিধি:
২০২৪ সালের আগস্ট মাসে তিনি দেশছাড়া হয়েছেন। এবার সব সম্পত্তিও
কেড়ে নেওয়া হল তাঁর। বাংলাদেশের প্রাক্তন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। শুধু তিনিই নন,
তাঁর বোন রেহানা, ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে বাংলাদেশে থাকা যাবতীয় সম্পত্তি
বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন
অনুযায়ী, শেখ হাসিনা ও তাঁর পরিবারের
সদস্যদের নামে থাকা জমি-বাড়ি ক্রোক বা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সব
মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। হাসিনার বোন রেহানার নামে ১২৪টি
ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তা-ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা যায় বাংলাদেশে
কার্যত আর কিছুই রইল না শেখ হাসিনার। রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকি, যিনি
ব্রিটেনে সাংসদ পদে ছিলেন, তার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গুলশানে থাকা তাঁর
সম্পত্তিও বাজেয়াপ্ত করা হচ্ছে। ধানমন্ডিতে সুধা সদনও বাজেয়াপ্ত করা হচ্ছে বলে
জানা গেছে।
AKB TV News
12.03.2025