প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার শুকর পালন বিষয়ক স্টেট লেভেল সেমিনার অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের ২ নং হলে। সেমিনারের মূল বিষয়বস্তু ছিল কিভাবে শুকরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী সুধাংশু দাস ও দফতরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে রাজ্যে যত ভ্যাটেনারি চিকিৎসক রয়েছেন তাদেরকে নিয়ে সেমিনার হয়। শুকরের উপর এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশেষ করে ক্লাসিক্যাল ফিভার যেটা রয়েছে, অনেক সময় সোয়াইন ফিভার যেটা হয়। এটা থেকে শুকরকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে সেমিনারে আলোচনা করা হয় বলে মন্ত্রী জানান।
AKB TV News
11.03.2025