আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পদে অফারকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিল ক্ষুব্ধ গ্রামবাসী।। AKB TV News

    আরশি কথা



     নিজস্ব প্রতিনিধি, 

    অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পদে এক মহিলার নামে অফারকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলাল ক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনা সোমবার সোনামুড়া রাঙ্গামাটিয়া ওয়ারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনার বিবরণে জানা যায়, গ্রামবাসীদের অভিযোগ, চাকরি ক্ষেত্রে বয়স বেশি থাকা সত্বেও কি করে চাকরি দেওয়া হয়। আর সম্পূর্ণটা ছিল টাকার লেনদেন। রাঙ্গামাটিয়া ওয়ারজান বিবি অঙ্গনওয়ারী কেন্দ্রে সহায়িকা পদ  খালি থাকায় এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। এর মধ্যে তিনজন মহিলা ইন্টারভিউ দিয়েছিল। পঞ্চায়েতের তরফ থেকে নাম দেওয়া হয়েছিল শিল্পী বেগম নামে এক মহিলার। যার স্বামী নেই। পরবর্তী সময়ে দেখা গেল রাঙ্গামাটি পঞ্চায়েতকে অবমাননা করে নলচর আর ডি  ব্লকের বর্তমান প্রশাসনিক দায়িত্বে থাকা এক ব্যক্তি টাকার বিনিময়ে একই এলাকার শিল্পী দাসকে সহায়িকা পদে চাকরি দেওয়া হয়। এই ঘটনা শোনার পর  রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের এলাকার জনগণ ক্ষোভ উড়িয়ে দেয়। এর কারণ চাকরি পাওয়া ওই মহিলার বয়স ৫০ বছর। আর অন্যদিকে শিল্পী বেগম, তার স্বামী নেই। খুব অভাবে অনটনে দিন কাটাচ্ছেন।আবার যেখানে অঙ্গনওয়াড়ি স্কুলটি পুরো মাইনরিটি এলাকা।তাই এলাকার জনগণ শিল্পী বেগমের নাম স্থির করেছিল। কিন্তু অবশেষে অফার আসল শিল্পী বেগমের পরিবর্তে শিল্পী দাসের। তাই ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সোমবার ওই অঙ্গনওয়াড়ি স্কুলে তালা ঝুলায়। তাদের দাবি অবিলম্বে শিল্পী দাসের নাম পরিবর্তন করে শিল্পী বেগমকে চাকরি দিতে হবে। আর না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। এখন দেখার উদ্ধতন কর্তৃপক্ষ এবিষয়ে কি পদক্ষেপ নেয়।



    Akb tv news 

    24.03.2025

     


    3/related/default