আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রক্তের কোন বিকল্প নেই।। রক্তদান শিবিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,  

    গোমতী জেলা সিপি আই এম-র উদ্যোগে শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আসন্ন‌ সিপিআইএমের ২৪ তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে সিপি আই এম গোমতী জেলা কমিটির ডাকে এদিন উদয়পুর দলীয় কার্য্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক, পার্টির গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ ও উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্যরা।শিবিরে আলোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন, রক্তের কোন বিকল্প নেই। রক্তের কোন যাত নেই।আজ পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের কোন বিকল্প বের করতে পারে নি।তাই রক্তদানে মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু একদিনে রক্তদান করে বসে থাকলে চলবে না বলে জানান মানিক সরকার। 

        

    Akb tv news  

    29.03.2025                           

    3/related/default