আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মোট আটটি মউ স্বাক্ষর করা হয়েছে বাংলাদেশ ও চিনের মধ্যে।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,  

    এবার খবরের শিরোনামে বাংলাদেশ ও চিন। জল বিদ্যুৎ, বন্যা প্রতিরোধ, দুর্যোগ হ্রাস, নদী খনন ও জলসম্পদের সমন্বিত ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এবার সম্মত হয়েছে বাংলাদেশ ও চিন। বর্তমানে বেজিং সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী কালিন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বৈঠক করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। দু’জনের আলোচনার পর মোট আটটি মউ স্বাক্ষর করা হয়েছে বলে খবর। এছাড়া তিস্তা প্রকল্পে বেজিংকে স্বাগত জানিয়েছে ঢাকা। প্রসঙ্গত, এশিয়ার বোয়াও ফোরামের মহাসচিবের আমন্ত্রণে ইউনুস গত ২৬ ও ২৭শে মার্চ চিনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক  সম্মেলনে অংশ নেন। এরপর চিন সরকারের আমন্ত্রণে তিনি ২৭ থেকে ২৯শে মার্চ পর্যন্ত বেজিং সফরে ছিলেন। শুক্রবার জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ইউনুস।  



    Akb tv news  

    29.03.2025    

    3/related/default