আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    টিবি মুক্ত ভারত অভিযানের একশ দিনের বিশেষ অভিযানে রাজ্যের গোমতী জেলার বিশেষ সাফল্য।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:

    টিবি মুক্ত ভারত অভিযানের একশ দিনের বিশেষ অভিযানে রাজ্যের গোমতী জেলা বিশেষ সাফল্য অর্জন করে চলছে। বৃহস্পতিবার গোমতী জেলার জেলা শাসকের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযানের তথ্য তুলে ধরেন জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। উপস্থিত ছিলেন গোমতী  জেলার জিলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং ও চিকিৎসক সৌমিক চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক বলেন, ১০০ দিনের অভিযানের সময় জেলার স্বাস্থ্য কর্মীরা ১২১ জন রোগীকে যক্ষা রোগ চিহ্নিত করতে পেরেছেন। এটি রাজ্যের মধ্যে সর্বোচ্চ। ২০২৫ সালের মধ্যে ভারতকে টিবি মুক্ত করতে দ্রুত রোগ নির্ণয় করা শুরু হয়েছে গোমতী জেলায়। গত ৭ই ডিসেম্বর থেকে রাজ্যের পাঁচটি জেলাতে এই অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার  ছিল ৯৬ তম দিন।এই অভিযানে স্বাস্থ্য কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলে তিনি জানান।



    AKB TV News

    13.03.2025 



    3/related/default