নিজস্ব প্রতিনিধি:
রাজ্য ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে এছাড়া অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী টিংকু রায়, রাজ্য মহিলা কমিশনের চ্যায়ারপার্সন ঝর্না দেববর্মা, ত্রিপুরা শিশু সুরক্ষা পরিষদের চ্যায়ারম্যান জয়ন্তী দেববর্মা , পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে এ প্রসঙ্গে বলেন যে ঘরের মত সমাজের মধ্যেও নারিরা এখন একটা চালিকা শক্তি। তাদের বোঝার জন্য পূর্ববর্তী কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকার কেউই চেষ্টা করে নি বলে এদিন বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি নারীর ক্ষমতায়নের প্রতিও রাজ্য সরকার যে জোর দিয়েছে এ দিকটির প্রতি উল্লেখ করেন। পাশাপাশি এমনটাও বলেন রাজ্য সরকার বিশেষ করে নারীদের নিরাপত্তা এবং অর্থনৈতিক দিকের প্রতিও গুরুত্ব প্রদান করেছে। মুখ্যমন্ত্রীর কথায় প্রসঙ্গক্রমে এদিন নারীদের উন্নতি কল্পে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে এ দিকটিও উঠে আসে।এই অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখেন মন্ত্রী টিংকু রায়ও। এদিন তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নারীদের উন্নয়নে কি কি প্রকল্প হাতে নিয়ে কাজ করছে এদিকটির প্রতি গুরুত্ব আরোপ করেন। এদিন বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতা প্রদানের জন্য নারীদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।
AKB TV News
13.03.2025