Type Here to Get Search Results !

সমাজের সকল ব্যক্তিকে দায়িত্ব নিয়ে পশুদের মধ্যে নিষ্ঠুরতা প্রতিরোধ করার জন্য একটি সচেতনতা তৈরি করতে হবে।। রাজ্যস্তরীয় সেমিনারে মন্ত্রী সুধাংশু দাস।।AKB TV News


নিজস্ব প্রতিনিধি:

প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে ভেটেনারি ডক্টর  অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পশু কল্যাণ আইন, আইন বিধি সম্পর্কিত রাজ্যস্তরের সেমিনার কাম সেন্সিটাইজেশন অনুষ্ঠিত হয়।এর উদ্বোধন করেন প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।  উপস্থিত  ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা সহসভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। প্রদীপ প্রজ্জলনের  মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী সহ অতিথিরা। মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমে জানান, রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে তাদের প্রতি অনেক সময় নিষ্ঠুরতা হয়ে থাকে। এই ধরনের নিষ্ঠুরতা যাতে রোধ করা যায় সে লক্ষ্যে সচেতনতা আনার জন্যে সারা রাজ্য থেকে বিভিন্ন জনপ্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট আধিকারিকরা এসেছেন।  সমাজের সকল ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে যে পশুদের মধ্যে নিষ্ঠুরতা প্রতিরোধ করার জন্য একটি সচেতনতা তৈরি করতে হবে। এই ধরনের প্রাণীদের প্রতি যাতে নিষ্ঠুরতা না হয় সে জন্য দফতর পদক্ষেপ নিচ্ছে। রাজ্যের অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড সারা বছর এই ধরনের নিষ্ঠুরতা রোধে কাজ করে চলেছে। এই বিষয়টিতে আরও বেশি করে সচেতনতা করার জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। 

 

 

AKB TV News

06.03.2025  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.