অমরনাথ যাত্রার দিনক্ষন ঘোষণা করল অমরনাথ শিরিন বোর্ড। চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে আগামী তেসরা জুলাই থেকে। বুধবার তা ঘোষণা করল অমরনাথ যাত্রার দায়িত্বে থাকা বোর্ড। অমরনাথের উদ্দেশে পুণ্যার্থীরা যাত্রা করবেন জুলাইয়ের প্রথম সপ্তাহেই। এবছর অমরনাথে শিবলিঙ্গ দর্শনে যাওয়া যাবে আগামী ৯ই অগস্ট পর্যন্ত। টানা ৩৯ দিন পুণ্যার্থীদের জন্য এবছর খোলা থাকবে অমরনাথের দরজা। আবহাওয়ার পূর্বাভাসের উপর নির্ভর করে অমরনাথ যাত্রার পরিকল্পনা করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। কবে থেকে অমরনাথ যাত্রার জন্য রুট খোলা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে অমরনাথ শিরিন বোর্ড। এই বোর্ডের চেয়ারম্যান জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরে তেসরা জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা।
AKB TV News
06.03.2025