নিজস্ব প্রতিনিধি:
বুলেট ট্রেনের অপেক্ষায় দিন গুনছে দেশবাসী। আরও দ্রুতগতিতে গন্তব্যে
পৌঁছে দেবে সেই ট্রেন। চলছে তারই প্রস্তুতি। কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত
দৌড়বে সেই ট্রেন, সেই তালিকাও মোটামুটি তৈরি হয়ে গেছে। এর জন্য একটি এলিভেটেড
ট্র্যাক তৈরি করা হবে বলে জানা গিয়েছে। টিলা কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড সেই
ট্র্যাকের জন্য জমি জরিপ করার কাজও শুরু করেছে। জানা গিয়েছে, বারাণসী থেকে
হাওড়াগামী বুলেট ট্রেনটি চলবে বিহারের জেহানাবাদের উপর দিয়ে। বিহারের ২৮টি
গ্রামের উপর দিয়ে গন্তব্যে পৌঁছবে সেই ট্রেন। জেহানাবাদে একটি স্টেশনও তৈরি করা
হচ্ছে বলে জানা গেছে। জরিপের কাজ শেষ হওয়ার পরই শুরু হবে অধিগ্রহণের কাজ। তারপর
তৈরি হবে ট্র্যাক। এই বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার।
AKB TV News
13.03.2025