নিজস্ব প্রতিনিধি:
সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি করা সহ মোট ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার
আগরতলা পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা সাফাই কর্মী মজদুর সংঘ।এদিন
প্রথমে সাফাই কর্মীদের একটি মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পুর নিগম
কার্যালয়ের সামনে যায়। এরপর সেখান থেকে ত্রিপুরা সাফাই কর্মী মজদুর সংঘের তরফে এক প্রতিনিধি
দল গিয়ে মেয়রের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। প্রতিনিধি দলটি মেয়রের সঙ্গে দাবি দাওয়া
গুলি নিয়ে আলোচনা করে। এব্যাপারে প্রতিনিধি দলের এক সদস্য জানান, মূলত রাজ্যে যে সাফাই
কর্মীরা আছেন। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি গুলি নিয়ে আমরা মেয়রের সঙ্গে মিলিত
হই। মেয়রের সঙ্গে দাবি দাওয়া গুলি নিয়ে আলোচনা করেন বলে তিনি জানান।
AKB TV News
13.03.2025