গত পয়লা ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন ।এই কেন্দ্রীয় বাজেট দেশের যুবসমাজ, মধ্যবিত্ত ও কৃষকদের আর্থিক বিকাশের ক্ষেত্রে ভবিষ্যৎ তৈরি করার আশা ও স্বপ্ন দেখিয়েছে। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন, কেন্দ্রীয় বাজেটে গোটা দেশ লাভবান হবে। এর পাশাপাশি, এই বাজেট যুবসমাজ, মধ্যবিত্ত এবং কৃষকদের আর্থিক বিকাশের ভবিষ্যৎ তৈরি করার আশা ও স্বপ্ন দেখিয়েছে। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।
11.03.2025