নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার গকুলনগরস্থিত সিটি আই ক্যাম্প সংলগ্ন
এলাকায় লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী
অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় বিধানসভার
বিধায়ক সুশান্ত দেব ও বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাস গুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে
মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমরা তো চিরদিন বাঁচব না। কিন্তু কাজের মধ্য দিয়ে আমরা
বেঁচে থাকতে চাই। আমরা এখন সব সময়ই বলি, আমরা জন প্রতিনিধি। জন প্রতিনিধিরা মানুষের
জন্যই জন্মে। অন্যের জন্য জন্মে। সেটা কিন্তু আজকে ডাঃ আলেখ্য দাস গুপ্ত দেখিয়ে দিয়েছেন
উনার স্ত্রীর নামে একটি স্কুল নির্মাণ করে। এরজন্য মুখ্যমন্ত্রী ডাঃ আলেখ্য দাস গুপ্তকে
ধন্যবাদ জানিয়েছেন।
AKB TV News
11.03.2025