আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ১৩ থেকে ১৫ই এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন স্থান উৎসব মুখর হয়ে উঠবে।। 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,  

    এবছর এপ্রিল মাস শুরু হওয়ার আগেই শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। এর পরের মাসেও থাকবে উৎসব মুখরতা। আর এই উৎসব বিভিন্ন ধর্মের হলেও তা দেশের ঐক্যকেই তুলে ধরে। রবিবার ‘মন কি বাত’-এর ১২০তম পর্বে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি বলেন, ”রবিবার চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে এবং  ভারতীয় নববর্ষও আজ থেকে শুরু হচ্ছে। আগামী ১৩ থেকে ১৫ই এপ্রিলের মধ্যে, দেশের বিভিন্ন স্থান উৎসব মুখর হয়ে উঠবে। তার মানে এই পুরো মাসটি উৎসবের। এই উৎসবগুলিতে আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই।” এদিন মন কি বাত অনুষ্ঠানে মায়ানমারে হওয়া  সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। ভারত যে এই বিপর্যয়ের সময়ে প্রতিবেশী দেশের পাশে রয়েছে, সেকথা বলতে তিনি তুলে ধরেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর আদর্শ। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ”বসুধৈব কুটুম্বকম অর্থাৎ ‘এই বিশ্ব এক পরিবার’ এমন এক মন্ত্রই আজ সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।



    Akb tv news  

    30.03.2025    


    3/related/default