আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ওড়িশ্যায় লাইনচ্যুত কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,  

    আবারো দুর্ঘটনার কবলে ভারতীয় রেল।রবিবার ওড়িশার মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে লাইনচ্যুত হল বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি কামরা। তবে গাড়ির গতি কম থাকার কারণে দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত যাত্রীরা। এদিন বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। দুপুর ১২টা নাগাদ ওড়িশার কটকে মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে বিকট আওয়াজ শোনা যায়। এরপরই বন্ধ হয়ে যায় ট্রেন।দেখা যায়, দুর্ঘটনার জেরে ট্রেনের ১১টি কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার জেরে আপাতত ওই রুটের সমস্ত ট্রেন বন্ধ রাখা হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন রেল আধিকারিক ও পুলিশ। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে সরানোর চেষ্টা চলছে।



    Akb tv news  

    30.03.2025    


    3/related/default