প্রধানমন্ত্রী এমন সব বিষয় নিয়ে ভাবেন, যা আমরা ভাবি না।। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধি, 

আগরতলা সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে ১২০তম প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।  প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শুনে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী এমন সব বিষয় নিয়ে ভাবেন, যা আমরা ভাবি না। তিনি আমাদের ভাবান এ সব বিষয়ে। এদিন প্রধানমন্ত্রী শুধু ভারতেই  নয় সারা বিশ্বে এই কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমাদের সামনে রাখেন। তিনি উল্লেখ করেছেন ভারতের বিভিন্ন রাজ্য এই সময় উৎসবমুখর। চৈত্র মাসের এই সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব হয়ে থাকে। এ সব দিক প্রমান করছে যে আমাদের মধ্যে বিবিধতা থাকলেও আমরা সবাই ঐক্যবদ্ধ।



Akb tv news  

30.03.2025  


3/related/default