আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসি-র পরীক্ষায় ডাহা ফেল করল ১৪৫টি ওষুধের ব্যাচ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি: 

    যেই ওষুধ খেয়ে মানুষের জীবন বাঁচে, সেই জীবনদায়ী ওষুধেই লুকিয়ে রয়েছে বিষ। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসি-র পরীক্ষায় ডাহা ফেল করল ১৪৫টি ওষুধের ব্যাচ। এর মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত প্যারাসিটামল,অ্যামোক্সিলিন-নরফ্লকসোসিনের মত একাধিক অ্যান্টোবায়োটিক। এমনকী, সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার্স ল্যাকটেটের ১৬টি ব্যাচের নামও। ওই ব্যাচগুলি জীবাণুমুক্ত নয় বলে জানা গেছে কর্নাটক স্টেট ল্যাবের পরীক্ষায়।জানা গিয়েছে, কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও ১৪৫টি মেডিসিন ব্যাচকে প্রত্যাশিত গুণমানের নয় বলে চিহ্নিত করেছে। এই ১৪৫টি ওষুধের মধ্যে ৯৩টি প্রত্যাশিত গুণমানের নয় চিহ্নিত হয়েছে বিভিন্ন রাজ্যের ল্যাবে। আর বাকি ৫২টি ওষুধ পরীক্ষা করা হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষাগারে।



    AKB TV News

    04.03.2025 

     

     

    3/related/default