নিজস্ব প্রতিনিধি:
এবার অযোধ্যার রামমন্দিরে নাশকতার ছক কষল
জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’। মন্দিরে হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ফরিদাবাদ
থেকে সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে গুজরাট ও হরিয়ানা এসটিএফের যৌথ বাহিনী।
১৯ বছর বয়সি সন্দেহভাজন ওই জঙ্গির নাম আবদুল রহমান। অভিযুক্তের কাছ থেকে দুটি হ্যান্ড
গ্রেনেড বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। এসটিএফের তরফে জানানো অযোধ্যার মিল্কিপুরের
বাসিন্দা রহমান পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। তাছাড়া আইএস
জঙ্গি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিল সে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চলাকালীন তদন্তকারীদের
অভিযুক্ত জানিয়েছে, অযোধ্যায় রামমন্দিরে ও গুজরাটের সোমনাথ মন্দিরে বিস্ফোরণ ঘটানোর
ছক ছিল তার।
AKB TV News
04.03.2025