নিজস্ব প্রতিনিধি:
বহু তৎপরতার পর অবশেষে কানাডার
নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মার্ক কারনি। লিবারেল পার্টির নেতা হিসাবে তাঁকেই
বেছে নিয়েছেন দলের সদস্যরা। জাস্টিন ট্রুডোর উত্তরসূরি নির্বাচিত হয়েই তিনি একহাত নিলেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ‘শুল্কযুদ্ধে’ জড়িয়েছে কানাডা। সেদেশের একের পর এক
পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প। এবার এই ইস্যুতে মার্কিন
প্রেসিডেন্টের তীব্র নিন্দা করলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী।জানা গিয়েছে,
দলীয় ভোটে মার্ক কারনিকে বেছে নেন লিবারেলরা। আর মসনদে বসিয়েই তিনি শুল্ক নিয়ে তোপ
দাগেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে কারনি বলেন,
“আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প ফেরায় কালো দিন শুরু হয়েছে। তিনি কানাডার অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার জন্য
অযৌক্তিক শুল্ক চাপাচ্ছেন বলে নতুন প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
AKB TV News
10.03.2025