নিজস্ব প্রতিনিধি:
অতিসত্বর
জেল পুলিশে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে সোমবার আইজি অফিসের সামনে বিক্ষোভ দেখায় চাকুরী প্রত্যাশিত
যুবকরা। পরবর্তী সময়ে তাদের তরফে এক প্রতিনিধি দল আইজি’র কাছে ডেপুটেশন দেয়।
এবিষয়ে চাকুরী প্রত্যাশিত এক যুবক জানান, ২০২২
সালের ডিসেম্বর মাসে জেল পুলিশে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছু দিন
পর পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত তাদের রিটেন ও
মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। তার ফলে জেল পুলিশে নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ রয়ে
গেছে ।তাদের অভিযোগ, পরীক্ষা নেওয়ার জন্য একাধিকবার ডেপুটেশন প্রদান করা হয়েছিল।
কিন্তু কোন সদূত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে এদিন আইজি অফিসে ডেপুটেশন প্রদান করে
তারা।
AKB TV News
10.03.2025